জাতীয় শোক দিবস উপলক্ষে লামায় শোক র‌্যালী ও আলোচনা সভা

Published: 15 Aug 2015   Saturday   

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বান্দরবানের লামা উপজেলায় শোক র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে লামা পৌর টাউন হলে শোক সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ হাসান আল মাহমুদ, সহকারী ভূমি কমিশনার মোঃ জাহিদ আকতার, আনসার ব্যাটালিয়ন কমান্ডার হাফিজ আল মায়াম্মুর গাদ্দাফি, সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, কৃষি কর্মকর্তা মোঃ রুস্তম আলী, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ও বান্দরবান জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম প্রমূখ। এর আগে লামা উপজেলা সদরে একটি শোক র‌্যালী বের করা হয়।

অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও দোয়া মাহফিল এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ হাজার লোকের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সরকারী-বেসরকারী ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও দোয়া মাহফিল এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত