কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হচ্ছে

Published: 15 Aug 2015   Saturday   

রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও উজান থেকে নেমে আসা পানির চাপ সামলাতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ¯পীলওয়ের ১৬টি গেইট ১ ফুট খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে। বর্তমানে স্পীলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কেউসেক পানি ছাড়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা   গেছে,  এক সপ্তাহ না যেতেই ভারি বর্ষনের কারণে পাহাড়ি ঢল ও উজানের পানির কাপ্তাই হ্রদের পানির চাপ বৃদ্ধি পায়। ঝুকি এড়াতে কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে পুনরায় স্পীলওয়ে দিয়ে পানি ছাড়তে বাধ্য হয়।  ফলে আকস্মিকভাবে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় হ্রদ সংলগ্ন বিলাইছড়ি, লংগদু, জুরাছড়িসহ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ায় নি¤œাঞ্চলের অনেক স্থানে নতুন করে বন্যা সৃষ্টি হওয়ার আশংকা করা হচ্ছে।  যার কারণে পানির চাপ সামলাতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ¯পীলওয়ের ১৬টি গেইট ১ ফুট খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে। এছাড়া ৫টি ইউনিটে দিন রাত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করার মাধ্যমেও পানি ছাড়া হচ্ছে। অর্থাৎ স্পীলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কেউসেক পানি ছাড়া হচ্ছে । বর্তমানে হ্রদে স্বাভাবিকের চেয়ে ১৫ফুট পানি বেশি রয়েছে। গত সপ্তাহে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে দিয়ে দেড় ফুট অর্থাৎ প্রতি সেকেন্ডে সাড়ে ২২ হাজার কিউসেক পানি ছাড়ার পর অবস্থা স্বাভাবিক হলে স্পীলওয়ে বন্ধ করে দেওয়া হয়।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আবদুর রহমান জানান, হ্রদে রুলকার্ভ অনুযায়ী স্বাভাবিক নিয়মে ৯২.২ এমএসএল (মীন সী লেভেল) পানি থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ১০৭.২ এমএসএল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১৫ফুুট পানি বেশী রয়েছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। এ উচ্চতা অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে বাঁধ রক্ষায় অতিরিক্ত পানি ¯পীলওয়ে দিয়ে ছেড়ে দিতে হয়। তিনি আরো জানান, পানির চাপ কমাতে দিনরাত কেন্দ্রের ৫টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু রেখে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে প্রতিদিন। বিদ্যুৎ উৎপাদনের কারণে অতিরিক্ত পানি বের হয়ে গেলেও উজান থেকে আসা পানির চাপ কমানো সম্ভব হচ্ছেনা। ফলে ¯পীলওয়ে দিয়ে পানি ছাড়তে হয়েছে। আগামী ২৪ ঘন্টা এ অবস্থা বলবৎ থাকবে। অবস্থার উন্নতি না হলে পানি ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত