পানছড়িতে অরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাস্কর্ষ পবিত্রতা রক্ষার দাবি

Published: 14 Aug 2015   Friday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অরক্ষিত অবস্থায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাস্কর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধুর শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপজেলার জিরো স্কোয়ারে দক্ষিণ মূখী করে এটি তৈরী করা হয়েছে। বাউন্ডারি ওয়াল না থাকায় প্রতিদিন সেখানে অনেক মানুষ জুতা-সেন্ডেলসহ বসে থাকে। অথচ এটিই তিন পার্বত্য জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র প্রতিকৃতি ।

সরেজমিনে দেখা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাস্কর্যের পবিত্রতা রক্ষার কোনো বাউন্ডারি ওয়াল নেই। প্রতিকৃতি পাদদেশ থেকে টাইসগুলো ভেঙ্গে যাচ্ছে। চারিদিকে শুধু ময়লা স্তুপে ভরা। যেন দেখার কেউই।

জানা যায়, খাগড়াছড়ির সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরার তৎকালীন পানছড়ি উপজেলার এমপি প্রতিনিধি ও বর্তমান খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার একান্ত প্রচষ্টায় ২০১০ সালে পানছড়ি উপজেলা সমাজ সেবার উন্নয়ন মূলক ফান্ড থেকে দেড় লাখ টাকার ব্যয়েয় এটি তৈরী করা হয়। গত ১৪ আগষ্ট ২০১০ সালে এটি উদ্ধোধন করেন তৎকালীন খাগড়াছড়ি জেলার সাংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জাহেদুল আলম, পানছড়ি উপজেলার এমপি প্রতিনিধি,জেলা আওয়ামীগের নেতা ও বর্তমান খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, জেলা আলীগ নেতা বর্তমানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা।

পানছড়ি উপজেলার আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া ও যুগ্ম আহবায়ক বিজয় কুমার দেব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির প্রতি পবিত্রতা রক্ষার জন্য খাগড়াছড়ি জেলা পরিষদে আবেদন করা হয়েছে।

এ প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা বলেন, তিন পার্বত্য জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র প্রতিকৃতির প্রবিত্রতা রক্ষার জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে ২০১৪-২০১৫ইং অর্থ বছর থেকে ৫লাখ টাকার বরাদ্ধ রাখা হয়েছে। চলতি অর্থ বছরে এটির পবিত্রতা রক্ষার কাজ শুরু হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত