বান্দরবানের ক্রাইক্ষং পাড়ায় বিজিবির মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন

Published: 12 Aug 2015   Wednesday   

বুধবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩৮৪ নং হ্লাপাক্ষং মৌজার ক্রাইক্ষং পাড়ায় বিজিবি মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন করা হয়েছে।

ক্রাইক্ষং পাড়ার পুকুরে মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন বিজিবির দক্ষিন পুর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল করিম বিজিবিএম,এনডিসি,পিএসসি।  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার কর্ণেল এসএম ওয়ালিউর রহমান,গুইমারার সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল আতিকুল হক চৌধুরী,লেঃ কর্ণেল শেখ শফিউল ইমাম,লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফর,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিজিবির দক্ষিন পুর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল করিম বলেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ক্রাইক্ষং পাড়ায় বিজিবির সেক্টর হেড কোয়ার্টার স্থাপিত হওয়ায় এলাকার উন্নয়ন এবং শান্তী শৃংখলা নিশ্চিত হবে। তিনি দৃড়তার সাথে বলেন বিজিবি জনগনের বন্ধু হয়ে দেশের অখন্ডতা,আইন শৃংখলা এবং শান্তী নিশ্চিত করার জন্য কাজ করে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত