বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে পদত্যাগ করলেন মজিবর রহমান

Published: 10 Aug 2015   Monday   

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে কাজি মোঃ মজিবর রহমান পদ ত্যাগ করেছেন। তিনি সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ক্যশৈহ্লার নিকট এই পদত্যাগ পত্র জমা দেন।

উল্লেখ্য,অতি সম্প্রতি তাকে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়। এর পর থেকে তিনি দলীয় কর্মকান্ড থেকে তিনি বিরত রয়েছেন।

এ ব্যপারে কাজি মজিবর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি পদ ত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন ব্যক্তিগত এবং পারিবারিক অসুবিধার কারনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদ ত্যাগ করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আওয়ামীলীগে ছিলেন,আছেন এবং আজীবন আওয়ামীলীগের জন্য কাজ করে যাবেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সফলতার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত