সরকারী মাল দরিয়ামে ঢাল এ নীতিকে পরিহার না করলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে-ঊষাতন তালুকদারএমপি

Published: 10 Aug 2015   Monday   

২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, সরকার ইতিমধ্যে রাঙামাটি জেলার উন্নয়নের জন্য ২০ কোটি  এবং প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলায় উন্নয়নে আরও ৩৮০ কোটি টাকা বরাদ্দ করেছেন। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্থ সড়ক, কালভার্ট সহ স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরে উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নষ্ট হওয়া এম্বুলেন্স, পুলিশ ভ্যান ক্রয় করে দেয়া হবে। তবে এগুলো সরকারী মাল মনে করে অযতেœ ফেলে রাখা হলে দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে “সরকারী মাল দরিয়ামে ঢাল” এ নীতিকে পরিহার করতে হবে। নইলে সরকারী উন্নয়ন বাধাগ্রস্থ হবে।

সোমবার কাপ্তাই উপজেলা রেষ্ট হাউজে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার এ কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, হেডম্যান উচিং থোয়াই চৌধুরী বাবলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হোসেন রশীদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, সমাজসেবা কর্মকর্তা উর্বশী দেওয়ান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, সাংবাদিক কাজী মোশারফ হোসেন, মাহফুজ আলম, ইউপি চেয়ারম্যান অংহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা, আঞ্চলিক পরিষদ সদস্য মংনুচিং মারমা,জেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা, উপজেলা জেএসএস সভাপতি বিক্রম মারমা, সহ-সভাপতি জন চাকমা, এসপি মারমা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত