খাগড়াছড়ির পানছড়ির পূজগাং বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা ও খগেশ্বর ত্রিপুরা ক্ষতিগ্রস্থ প্রতি দোকানদারকে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয় নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব।
উল্লেখ্য, রোববার ভোর রাতে রাত সাড়ে উপজেলার সদর ইউনিয়নের পূজগাংমূখ বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.