শনিবার ভোর রাতে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের পূজগাংমূখ বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দিন গত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পুজগাং মূখ বাজারে চা দোকানের চুলা থেকে আগুনের উৎপত্তি। প্রায় দুঘন্টা পর ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।
দোকানদার শান্তি প্রিয় চাকমা, সমরি চাকমা, ভুবতি চাকমার সাথে কথা বলে জানা যায় আগুনে ১০টি বিভিন্ন দোকানের মালামালসহ প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পানছড়ি ২০ বিজিবি অধিনায়ক, উপজেলা চেয়ারম্যান সর্ব্বোত্তম চাকমা, উপজেলা নির্বার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক , থানা ইনচার্জ ও সদর ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.