কর্ণফুলী নদী ভাঙ্গনে ঝুঁকির মুখে থানাঘাট-দোভাষী বাজার সড়ক

Published: 08 Aug 2015   Saturday   

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী নদীর ভাঙ্গনের কারণে থানাঘাট-দোভাষী বাজার সড়কটি পড়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে হুমকির মুখে রয়েছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল।

জানাগেছে, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী নদীর ভাঙ্গনের কারণে থানাঘাট-দোভাষী বাজার সড়কটি  বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।  নদীর তীরবর্তী হওয়ায় সড়কের অধিকাংশ স্থানে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে খানের মাজার থেকে ত্রিপুরা সুন্দরীর ব্রীজ পর্যন্ত এলাকায় অধিকাংশ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কটি ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালটি। এছাড়া প্রতিদিন এসড়ক দিয়ে শত শত যান বাহন সহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। সম্প্রতি টানা বর্ষনে সড়কের পাশের গাছসহ মাটি ধসে পড়লে এটি আরও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে সড়কটি সম্পূর্ণ ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করা হচ্ছে।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমার জানান,থানাঘাট-দোভাষী বাজার সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য জনসাধারণ চলাচল করে থাকে। এটি ধসে পড়লে বারঘোনা কেপিএম এলাকা, চন্দ্রঘোনা সহ দোভাষী বাজারের সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত