রাঙামাটিতে ছাত্রসংগঠনগুলোর পক্ষ-বিপক্ষের মানবন্ধন কর্মসূচি পালন

Published: 03 Jun 2014   Tuesday   

রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পক্ষ-বিপক্ষের অবস্থান নিয়ে মঙ্গলবার ছাত্রসংগঠনগুলোর পাল্টাপাল্টি মানবন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রাঙামাটি সরকারী কলেজের সামনে মেডিকেল কলেজ এবং  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল  কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) কলেজ শাখার উদ্যোগে মানববন্ধ করে। ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা।  প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির নেতা ত্রিজিনাদ চাকমা। বক্তব্যে দেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষমান চাকমা বুলবুল। বক্তব্যে দেন পিসিপির জেলা শাখার সভাপতি বাচ্চু চাকমা,হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী রিমিতা চাকমা, মোনালিসা চাকমা,পিসিপির শহর শাখার নেতা পুলক চাকমা। মানবন্ধনের পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ছাড়াও কলেজের সাধারন শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে পিসিপির নেতৃবৃন্দ পার্বত্য চুক্তি যথাাযথ বাস্তবায়িত না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিতের দাবি জানান। অন্যথায় এ দাবীকে উপেক্ষা করে এসব প্রতিষ্ঠান স্থাপন করা হলে রক্ত দিয়ে হলেও পার্বত্যবাসী তার প্রতিহত করবে  বলে হুশিয়ারী উচ্চারন করেন।

2

অপরদিকে, মেডিকেল কলেজ এবং  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্রুত স্থাপন ও তার কার্যক্রম শুরুর দাবি জানিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে রাঙামাটি সরকারী কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের রাঙামাটি কলেজ শাখার সভাপতি সজল দাশ। বক্তব্যে দেন ছাত্রলীগের জেলা শাখার সভাপতি নেতা শাহ ইমরান রোকন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, ছাত্র নেতা তৌহিদুল ইসলাম, আবউদল মজিদ, ইমরান চৌধুরী, হুমায়ন কবির, আব্দুর রব  ও আল-আমিন ।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত