পানছড়িতে গৃহবধুর আত্মহত্যা

Published: 05 Aug 2015   Wednesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বুধবার এক গৃহবধু আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। তাঁর নাম জোবেদা খাতুন (৩৬)। সে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ওমরপুর গ্রামের মোহাম্মদ আলাল মিয়ার স্ত্রী।

নিহতের ছেলে মোহাম্মদ জহিরুল জানান, তার মা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। রোগের যন্ত্রণা সহ্য  করতে না পেরে ঘরের একটি বিমের সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করতে পারেন। সকালে তার লাশ ঝুলতে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

পানছড়ি থানা ইন-চার্জ (ওসি) মো: আব্দুল জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহের শরীরে কোন ধরণের আঘাতের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত