বাঘাইছড়িতে চাদা আদায়কালে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

Published: 05 Aug 2015   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বারবিন্দ ঘাট এলাকায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাদাঁর রশিদ বই ও টাকাসহ কন্টি চাকমা(৪৫) এক জনকে আটক করেছে বিজিবি।

জানা যায়, ৩৯বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলমের নিদের্শে একটি টহল দল  উপজেলার রুপকারী ইউনিয়নের বারবিন্দ ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় কন্টি চাকমা ওরফে আইযুব খান চাকমা(৪৫) পিতা মৃত রুপরাম চাকমাকে চাদার আদায়ের রশিদ বই, নগদ ৯ হাজার ৩৩৪টাকা, দুটি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৫টি সিমকার্ডসহ আটক করে। পরে তাকে বাঘাইছড়ি থানায় সোপর্দ করা হয়।  তিনি জনসংহতি সমিতির এমএন লারমা দলের সদস্য জানা গেছে। তার বাড়ী খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মাষ্টার পাড়া বলে জানা গেছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনসার্চ জনাব জাকির হোসেন ফকির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত