রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কচুরিপানার জঞ্জালে নৌ চলাচল ব্যাহত হচ্ছে

Published: 04 Aug 2015   Tuesday   

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কচুরীপানার জঞ্জালের কারণে হ্রদে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি টানা বর্ষনে ফলে উজান থেকে নেমে পাহাড়ী ঢলের তোড়ে ভেসে আসা কচুরিপানা জঞ্জালের কারণে এ অবস্থা দেখা দিয়েছে বলে জানা গেছে। 

এদিকে, কচুরীপানার জঞ্জালের কারণে শহরের কালিন্দীপুরের হ্যাচারী ঘাটের নৌ পারাপার বন্ধ হয়ে গেছে। ফলে নৌ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়,টানা বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের তোড়ে ভেসে আসা কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে যত্রতত্র কচুরীপানা স্তুপ জমে যায়। এর মধ্যে বরকল উপজেলার মাইসছড়ি, আলাম্বা,বিল্লোছাড়া, শুভলং এলাকা, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার যাওয়ার নৌ রুটের কয়েকটি এলাকা, রিজার্ভ বাজারস্থ হ্রদ এলাকাসহ বিভিন্ন স্থানে কচুরীপানার জঞ্জাল জমে গিয়ে নৌ চলাচল মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, কচুরীপানার জঞ্জালের কারণে শহরের কালিন্দীপুরের হ্যাচারী ঘাটের নৌ পারাপার চার দিন ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন এ ঘাট দিয়ে হ্যাচারি পাড়া, মোল্লাপাড়া,সুখীনীল গঞ্জ, পুলিশ লাইন, রাঙ্গাপানি, মোনঘরসহ বেশ কয়েকটি স্থানের শত শত লোকজন যাতায়াত করে থাকেন। কচুরীপানার জঞ্জালের কারণে গত চার দিন ধরে নৌ পারাপার বন্ধ রয়েছে। ফলে এসব এলাকার মানুষের দুর্ভোগে পড়েছেন।

হ্যাচারী ঘাটের ইজাদার মোঃ আব্দুল্লাহ জানান, রাঙামাটি পৌর সভার কাছ একটি সমিতি থেকে ঋণ নিয়ে এ ঘাটটি তিন লাখ টাকায় ইজারা নিয়েছেন। কিন্তু পারাপার বন্ধ থাকায় লোকসান গুনতে হচেছ।

রাঙামাটি পৌর সভার কাউন্সিলর ধীরেন্দ্রনাথ চাকমা পারাপার বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম দূর্ভোগ পোহাচ্ছে বলে স্বীকার করেছেন জানান, তিনি বিষয়টি নিয়ে মেয়রের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত