উদীচী শিল্পীগোষ্ঠী বিলাইছড়ি শাখার কমিটি গঠন

Published: 03 Aug 2015   Monday   

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বিলাইছড়ি শাখা  কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদীচী শাখা গঠনকল্পে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিলাইছড়ি  স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন,উদীচী রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার,বিশেষ অতিথি ছিলেন সংহঠনের  জেলা শাখার সাধারন সম্পাদক বিজয় ধর,সহ-সাধান সম্পাদক ঝুলন দত্ত। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,রাঙামাটি রিজার্ভ বাজার শাখা উদীচীর আহবায়ক স্বপন দাশ, সাংবাদিক পুষ্প মোহন চাকমা,তুষার ধর,রিগ্যান বড়ুয়া মনিষা দেওয়ান।

সভায় সর্বসম্মতিক্রমে বিপ্লব বড়ুয়া বাপ্পীকে আহবায়ক ও উজ্জল তঞ্চঙ্গ্যাকে যুগ্ন আহবায়ক কওে ৯ সদস্য কমিটি গঠন করা হয়।

বক্তারা সমাজের সংস্কৃতির বিকাশ ও নবজাগরনের মুল ভিত্তি তার লোকসংস্কৃতি। তাই লোকসংস্কৃতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতির বিকাশ ঘটানোর আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত