জুরাছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

Published: 03 Aug 2015   Monday   

সোমবার জুরাছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা সভাপতিত্বে বিশেষ ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা।

অনুষ্ঠানে সফল তিন জন রেনু ও মৎস্য চাষীদের সম্মাননা পুরুস্কার প্রদান করা হয়। এর আগে সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা মসজিদের পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, পার্বত্য এলাকার ঘোনায় মৎস্য বাঁধ নির্মাণ করে মৎস্য উৎপাদন সকলকে এগিয়ে আসতে হবে। এর ফলে পাহাড়ের ঘোনায় ঘোনায় মৎস্য চাষের অর্থনৈতিক বেকার সমস্যা দূর করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে পার্বত্য এলাকায় সরকারী বরাদ্দের সীমাবদ্ধতার কারণে জেলেদের তুলনা মূলক ভাবে সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারী নীতি নির্ধারকদের একান্ত ভাবে হস্তক্ষেপ করা হলে পার্বত্য জেলারা মৎস্য উৎপাদনে আরও নতুন দিগন্ত উপহার দিতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত