হ্রদের পানি বৃদ্ধিতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট দিন-রাত চালু রেখে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচেছ। তবে কেন্দ্রের সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি ছাড়ার পরও উজান থেকে আসা পানির চাপ কমাতে পারছে না কর্তৃপক্ষ। পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পেয়ে চন্দ্রঘোনা-রাইখালী ফেরী পারাপারের বন্ধ রয়েছে।
জানা গেছে, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট দিন-রাত চালু রেখে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি ১৬টি স্পীলওয়ে দিয়ে সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি ছাড়ার পরও উজান থেকে আসা পানির চাপ কমাতে পারছেনা কর্তৃপক্ষ। ফলে পিডিবি এর পরিমাণ ১ ফুটের স্থলে আধা ফুট বাড়িয়ে দেড় ফুট করে পানি ছাড়ছে রোববার সন্ধ্যা থেকে। অর্থাৎ স্পীলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে সাড়ে ২২ হাজার কেউসেক পানি ছাড়া হচ্ছে। বৃষ্টিপাত না হলে আগামী ৪৮ ঘন্টা এ অবস্থা বলবৎ থাকবে বলে জানা গেছে। বর্ষন শুরু হলে পানি ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
সোমবার কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আবদুর রহমান জানান, হ্রদে রুলকার্ভ অনুযায়ী স্বাভাবিক নিয়মে ৯০.০ এমএসএল (মীন সী লেভেল) পানি থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ১০৬.৩ এমএসএল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১৬.৩ফুুট পানি বেশী রয়েছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। এ উচ্চতা অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বাঁধ রক্ষায় অতিরিক্ত পানি ¯পীলওয়ে দিয়ে ছেড়ে দিতে হচ্ছে। তিনি আরো জানান, টানা বর্ষনের ফলে পাহাড়ী ঢল ও উজান থেকে পানি ধেয়ে আসছে। পানির চাপ কমাতে দিনরাত কেন্দ্রের ৫টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু রেখে সর্বোচ্চ ২৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে প্রতিদিন। বিদ্যুৎ উৎপাদনের কারনে অতিরিক্ত পানি বের হয়ে গেলেও পানির চাপ কমানো সম্ভব হচ্ছেনা। ফলে রোববার সন্ধ্যা থেকে ¯পীলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টা এ অবস্থা বলবৎ থাকবে। অবস্থার উন্নতি না হলে পানি ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।
এ দিকে স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর পানি ফুলে উঠেছে। ফলে চন্দ্রঘোনা-রাইখালী ফেরী পারাপারের পন্টুন ডুবে গেছে। একারণে রোববার সন্ধ্যা থেকে ফেরী পারাপার বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি-বান্দারবান-রাজস্থলী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনসাধারণ মারাত্মক ভোগান্তিতে পড়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.