লামায় পাহাড় ধসে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

Published: 02 Aug 2015   Sunday   

বান্দরবানের লামায় পাহাড় ধসে নিহতদের মাঝে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার চেক বিতরণ করা হয়েছে। 

লামা উপজেলা পরিষদের হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভা মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান, ১নং গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং চৌধুরী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু কুমার সেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক পাহাড় ধসে নিহত ৬ জনের প্রত্যেককে নগদ ২৫ হাজার করে ১ লাখ ৫০ হাজার ও গুরুতর আহত ৫ জনকে ১০ হাজার করে ৫০ হাজার টাকার চেক পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এর আগে জেলা প্রশাসক লামা উপজেলা হাসপাতাল পাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এ চেক ও ত্রাণ বিতরণ করেন।

অপরদিকে, লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৭শ জনকে এবং উপজেলা পরিষদ চত্বরে লামা পৌরসভা থেকে ১শ জনকে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এছাড়া বন্যায় দুর্গতদের কারিতাস চট্টগ্রাম অঞ্চল দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের পক্ষ থেকেন ২শত ৭৩ জনের মাঝে শুকরা খাবার বিতরণ করা হয়েছে। 

উল্লেখ্য, শনিবার ভোর রাতে লামা উপজেলা সদরের হাসপাতাল পাড়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মোঃ বশির উদ্দিন(৫৫), আমেনা বেগম (৩৫), রোজিনা আক্তার (৩৪), মোাঃ সাগর বাদশা প্রকাশ পুতু (১০), সাজ্জাদ হোসেন(৫), ফাতেমা আক্তার(০৮) নিহত হয়। এছাড়া আহতরা হন মোঃ আরাফাত (১৪), ধলু মিয়া(৭০), সেতারা বেগম(৪৫), জয়তুন বিবি(৬৫) ও জহুরা বেগম(৩৭)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত