রাঙামাটিতে দুদিনের মাশরুম চাষের প্রশিক্ষণ

Published: 01 Aug 2015   Saturday   

শনিবার রাঙামাটিতে দুই দিন্যবাপী মাশরুম চাষের উপর প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শহরের আসামবস্তিস্থ মাশরুম উন্নয়ন ইন্সটিটিউট উপকেন্দ্রে আয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে আশার চট্টগ্রাম জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংস্থাটির পরিচালক (কৃষি) এমএ সালাম, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রমণী কান্তি চাকমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা ও আশার রাঙামাটির উপ-পরিচালক (কৃষি) মো. হামিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আশার জেলা ব্যবস্থাপক মো. তফাজ্জল হোসেন। । প্রশিক্ষণে স্থানীয় ৩০ মাশরুম চাষী অংশ নেন।

আয়োজকরা জানান, উৎপাদন বাড়ানোসহ মাশরুম চাষে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাষিদের মাঝে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে আশার নিজস্ব তহবিল হতে মাশরুম চাষের জন্য প্রত্যেক চাষিকে ৪ হাজার টাকা করে আর্থিক অনুদানসহ একশ’ করে মাশরুম বীজের স্পনের প্যাকেট বিতরণ করা হবে। মানুষের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে পার্বত্য এলাকায় মাশরুম চাষের সম্প্রসারণের মাধ্যমে মাশরুম মানুষের সাধারণ খাদ্য তালিকায় আনতে কর্মসূচিটি বাস্তবায়ন করছে আশা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত