রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০০১৫-১৬অর্থ বছরের জন্য ৫৭কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্যে সরকারের কাছ থেকে উন্নয়ন ও সংস্থাপন ব্যয় খাতে ধরা হয়েছে ৫৪কোটি ৫০ লাখট টাকা এবং সংস্থার নিজস্ব খাত থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা এ বাজেট ঘোষনা করেন।
সংবাদ সন্মেলনে এ সময় পরিষদের প্রধান নির্বাহী মোঃ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মুছা মতব্বর, অংসুই প্রু চৌধূরী, ত্রিদিব কান্তি দাশ,রেমালিয়ান পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেবুন্নছা রহিমসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এবারের প্রস্তাবিত বাজেটে জেলার শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ৯কোটি ৯২ লাখ টাকা, দ্বিতীয় খাতের মধ্যে যোগাযোগে ৯ কোটি ৯২ লাখ ও ধর্ম খাতে ৮ কোটি ৯৬ লাখ, সমাজ কল্যাণ, আর্থ সামাজিক ও নারী উন্নয়নে ৪কোটি ৯৬ লাখ, পূর্ত(গৃহ,অবকাঠামো নির্মাণ) খাতে ৫কোটি ৯৫ লাখ ২০ হাজার, কৃষি মৎস্য ও প্রাণি সম্পদ খাতে ২ কোটি ৪৮ লাখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ( বৃক্ষরোপণ,বনায়ন) খাতে ৪৯ লাখ ৬০ হাজার, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৪৯ লাখ ৬০ হাজার, পর্যটন খাতে ৯৯ লাখ ২০ হাজার, ত্রাণ ও পুর্ণবাসন খাতে কোটি ৪৮ লাখ ৮০ হাজার, ভূমি ও হাটবাজার খাতে ৪৯ লাখ ৬০ হাজার এবং বিবিধ( পরিষদের আয় বর্ধক প্রকল্প) খাতে ৯৯লাখ ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষনা শেষে সংবাদ কর্মীরা বিভিন্ন মতামত, পরামর্শ ও বিভিন্ন প্রশ্ন করেন। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর ও জেলা পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা কথা তুলে ধরেন পরিষদ চেয়ারম্যান।
পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ এর ধারাবাহিকতায় বর্তমান সরকার এই মেয়াদের মধ্যেই জাতিকে উপহার দিবে “রূপকল্প ২০৪১। এই নতুন রূপকল্পের হাত ধরে ২০৪১ সালে রাঙামাটি জেলা হবে একটি শান্তিপুর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মুল লক্ষ হবে রূপকল্প বাস্তবায়ন করতে যা যা করনীয় তা দ্রুত সম্পন্ন করা।
তিনি আলোকোজ্জ্বল সমৃদ্ধ ও সম্ভবনাময় রাঙ্গামাটি বিনির্মাণে এবং দেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে সব বিভেদ ভুলে সম্মিলিত ভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ছিল ৫৫কোটি টাকা। এর মধ্যে সরকারের কাছ থেকে উন্নয়ন ও সংস্থাপন ব্যয় খাতে ধরা হয়েছিল ৩৬কোটি ১৯ লাখ ১৩ হাজার এবং পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছিল ৩কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.