কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

Published: 28 Jul 2015   Tuesday   

মঙ্গলবার মৎস্য সপ্তাহ উপলক্ষে কাউখালীতে র‌্যালী  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী।  বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফেরদৌস আহমেদ মজুমদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা অলি উল্লাহ খান, স্বাগত বক্তব্য মৃণাল কান্তি চাকমা সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্য দপ্তরের মাঠসহকারী প্রদীপ দে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

এর আগে একটি র‌্যালী  বের করা হয়্ র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাবে  গিয়ে  শেষ হয়। র‌্যালীতে  জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থিরা অংশ নেন। আলোচনা সভা  শেষে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় দুইহাজার পোনা মাছ অবমুক্ত করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত