বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরতে শুরু করেছে লোকজন

Published: 28 Jul 2015   Tuesday   

বান্দরবানে বৃষ্টি কমে আসায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক এলাকা থেকে পানি নেমে গেলেও বেশী ভাগ এলাকায় ঘর বাড়ি বন্যার পানিতে  ডুবে রয়েছে।  যে সব এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে সে সব এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। 

জানা যায়,গত চার দিনের টানা ভারী বর্ষেেন ও পাহাড়ী ঢলে বন্যার পানিতে তলিয়ে যায় বান্দরবান সদর উপজেলার নিম্নাঞ্চল। এসব উপজেলায় বন্যার পানিতে প্রায় দুই হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে যায়। সোমবার থেকে বৃষ্টিপাত একটু কমে আসায় রাত থেকে বন্যার পানি কমতে শুরু করে। রাতে যে সব এলাকা থেকে পানি নেমে গেছে সে সব এলাকার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছেড়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে নিজে নিজ ঘরে ফিরতে শুরু করেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এবং পলি জমে গেছে। এসব ঘর পরিস্কার এবং মেরামত করতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে বন্যার্তরা।

বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়ার বাসিন্দা আবু বক্কর, সালাহ উদ্দিন, আবুল হাসেম,বাচা মিয়াসহ বেশ কয়েকজন ক্ষতিগ্রস্থরা  জানান, বর্ষা ও বৃষ্টি বাদলের দিন বেকার বসে রয়েছি কোন কাজ নেই এবং আয় উর্পাযনও নেই। এক মাসের মাথায় দু’বার বন্যার পানিতে ডুবে গেছে তাদের ঘর বাড়ি। অনেকর ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং পলি জমে প্রায় সকলের ঘর নষ্ট হয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্থ ঘর থাকার উপযোগী করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন বলে তারা জানান।

এদিকে চার দিন পর বান্দরবান-চট্টগ্রাম সড়কের বড়দুয়ারা এবং বান্দরবান-রাঙামাটি সড়কের এম ই এস ও রামজাদি এলাকায় রাস্তা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল শুরু করেছে। তবে বান্দরবানের অভ্যন্তরীন রুমা ও থানছি সড়কের প্রায় এলাকায় রাস্তায় পাহাড় ধসে পড়ায় ওই সব উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত