বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

Published: 28 Jul 2015   Tuesday   

মঙ্গলবার বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা। জেলা মৎস্য কর্মকর্তা খ: আকতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা পরিষদের লক্ষি পদ দাশ,সিংইয়ং ¤্রাে প্রমুখ। এর আগে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা  শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে বন্যার্তদের মাঝে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে ত্রান বিতরন করেন পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু মার্মা,পরিষদের সদস্য লক্ষি পদ দাশ,কাঞ্চন জয় তংচঙ্গ্যা প্রমুখ। এছাড়া পরিষদ  চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্থ ১৩শত জনের মাঝে ১০ মে:টন চাউল বিতরন করেন। তাছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে লামা উপজেলায় ২৫, আলিকদম ১০,নাইক্ষ্যংছড়ি ২৫ ও থানছি ২ মে: টন চাউল বরাদ্ধ দেয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা বলেন,মাছের পোনা দেশের সোনা। বাংলাদেশীরা মাছে ভাতে বাঙ্গালী। দেশকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পুর্ন করতে হলে পরিকল্পিত ভাবে পুকুরে,সাগরে,নদীতে,খালে-বিলে মৎস্য চাষের বিকল্প নেই। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ইলিশসহ বিভিন্ন প্রজাতের মাছ রপ্তানীর মাধ্যমে বৈদেশীক মুদ্রা উপার্যন করা হচ্ছে। এ আয় বাড়াতে দেশের জনগনকে আরো বেশী মৎস চাষে উদ্ভোদ্ধ করতে হবে।মৎস চাষ বাড়াতে সরকার স্বল্প সুদে ঋন,জলাশয় নির্মানসহ নানা উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত