মানিকছড়ি বাজারের একমাত্র গণশৌচাগারটি বেহাল দশা,দূর্ভোগে ব্যবসায়ীরা

Published: 28 Jul 2015   Tuesday   

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ঐতিহ্যবাহী প্রয়াত মং সার্কেলের চীফের রাজ বাজারে দীর্ঘ দিন ধরে অযতœ অবহেলায় জরার্জীণ অবস্থায় পড়ে রয়েছে একমাত্র গণশৌচারটি। ফলে বিভিন্ন অঞ্চল থেকে বাজারে আসা নারী-পুরুষকে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী মংরাজ পরিবারের আবাস্থল মানিকছড়ি বাজারে প্রতি শনি ও মঙ্গলবার হাটবাজার হওয়ায় পার্শ¦বর্তী উপজেলা রামগড়, গুইমারা, লক্ষ্মীছড়ি ও সীমান্তবর্তী ফটিকছড়ি  ক্রেতা-বিক্রেতারা  এসে থাকেন।  

জানা যায়, ১৯৮১সালের দিকে বর্তমান গরু বাজার সংলগ্ন বাজারের ব্যবসায়ীদের সুবির্ধাথে গণশৌচাগারটি স্থাপন করা হয়। কিন্তু পরবর্তীতে সেটি নষ্ট হয়ে গেলে মাংস বাজারের পাশে পাঁচ কক্ষ বিশিষ্ট আরেকটি গণশৌচাগার স্থাপন করা হয়। যা বর্তমানে জরার্জীণ অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া এর আশে-পাশে যত্রতত্র ময়লা-আর্বজনা ফেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়েছে। ফলে বাজারে আসা অসংখ্য মানুষ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। এ  গণশৌগাচার   থেকে প্রতিনিয়ত  র্দূগন্ধ ছড়াচ্ছে।  এছাড়া শৌচাগারের মল-মূত্র পার্শে¦র লেকের পানিতে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। অভিযোগ রয়েছে খাগড়াছড়ি বাজার ফান্ড কর্তৃপক্ষ প্রতি বছর এ বাজার থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদাঁয় করছে কিন্তু বাজার কেন্দ্রীক জনসাধারণের কল্যাণে আশানুরুপ কিছইু করছে না।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী প্রয়াত মংরাজ বাজারের গণশৌচাগারটি র্দীঘ দিন ধরে জরার্জীণ অবস্থায় পড়ে  রয়েছে। তিনি দ্রুত এটি সংস্কারসহ বাজার উন্নয়নে সংশ্লিষ্টদের কাছে দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত