রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ সন্মেলন কক্ষে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ চৌধুরী, সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমাসহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙামাটি জেলার সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন,জেলা পরিষদের প্রতিমাসে অনুষ্ঠিত উন্নয়ন সভায় জেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগন উপস্থিত থেকে এ জেলার বসবাসরত মানুষের শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সু-পরামর্শ এবং মতামত প্রদান করা প্রয়োজন। তিনি সকলের সমন্বয়ে আলোচনা ও মতামতের ভিত্তিতে এ জেলার উন্নয়ন ঘটাতে এবং এলাকার উন্নয়ন ও বাস্তবায়ন করতে সঠিক দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.