বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি,পানি বন্দি ১৫ হাজার পরিবার

Published: 26 Jul 2015   Sunday   

বান্দরবানে চার দিনের টানা ভারী বর্ষনে পাহাড়ী ঢলে সাংগু,মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বান্দরবান সদর,লামা,আলিকদম ও নাইক্ষংছড়ি উপজেলায় ১০ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার পরিবার।

এছাড়াও বান্দরবান কেরানী হাট সড়কে বাজালিয়া কলঘর এলাকায় মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুই দিন ধরে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবান-রুমা ও থানছি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ে অভ্যন্তরীন সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

জানা যায়,গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ভারী বর্ষন। টানা ভারী বর্ষন অব্যাহত থাকায় পাহাড়ী ঢলে সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে রোববার সকাল থেকে বান্দরবান জেলা সদরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বান্দরবান পৌর এলাকার আর্মি পাড়া, ইসলামপুর, বাসষ্টেশন, হাফেজ ঘোনা,বরিশাল পাড়া,কবিরাজ পাড়া,অফিসার্স ক্লাব এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত  হয়ে প্রায় ৩ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে  গেছে। পানি বন্দি হয়ে পড়ে প্রায় ৭ হাজার পরিবার। বন্যায় দুর্গত এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অশ্রয় নিয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ৬ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয়কারীদের মাঝে ত্রান সামগ্রী ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এছাড়াও লামা মাতা মুহুরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লামা উপজেলায় প্রায় ৩ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫হাজার পরিবার। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে আলিকদম উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩হাজার পরিবারের ঘর বাড়ি । পানি বন্দি হয়েছে প্রায় ৫ হাজার পরিবার। এসব এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এদিকে ভারী বর্ষন অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধস দেখা দিয়েছে । তবে কোন প্রানহানীর ঘটনা খবর পাওয়া যায়নি। পাহাড় ধসের আশংকায় বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুকিপুর্ন অবস্থায় বসবাসকারীদের নিরাপদে আশ্রয় নিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্তক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত