টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। শনিবার সকাল থেকে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্থ লোকজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।
জানা গেছে, টানা ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের কারণে বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবান কেরানী হাঁট সড়কের বাজালিয়া এলাকায় সড়কের উপরদিয়ে অন্ততঃ ১০ফুট পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রাম,ঢাকা ,কক্সবাজারের সাথে সড়ক যোগাযোগ সম্পুর্ণ রুপে বন্ধ রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বান্দরবান শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, অবিরাম বৃষ্টিপাতের কারনে বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। শহরের লাঙ্গি পাড়া সড়কের একাংশ সাঙ্গু নদীতে ভেঙ্গে ঝুর্কিপুর্ণ হয়ে পড়েছে। স্বর্ণ মন্দির এলাকার পুলপাড়া ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির,কাপ্তাই,বাঙ্গালহালিয়া, ও চন্দ্র ঘোনার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয় লোকজনসহ ঈদের ছুটিতে বান্দরবান বেড়াতে আসা পর্যটকরা শহরে আটকা পড়েছেন। জেলার লামা,আলীকদম,ও নাইক্ষংছড়ি উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় অনেকে বাড়ীঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে।
অপরদিকে, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপুর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারনে নিম্নাঞ্চেল প্লািবত লোকজনদের নিরাপদ আশ্রয় স্থলেএ সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। শহরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। শনিবার বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রহমান বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.