রাঙামাটি শহরে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্ধোধন

Published: 29 Jun 2014   Sunday   

রোববার রাঙামাটি শহরের হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্ধোধন করা হয়েছে।শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের উদ্যোগে রথযাত্রার প্রদীপ জ্বালিয়ে উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এর পর শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদণি শেষে রিজার্ভ বাজার আইচ ভবন মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৭ জুলাই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রায় শত শত ভক্ত পূণ্যার্থী অংশ নেন।রথযাত্রা উদ্ধোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রথ যাত্রার আহ্বায়ক পুলক দে, গৌর নিতাই আশ্রমের সভাপতি (ভাঃ) স্বপন দে, সাধারণ সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, দপ্তর সম্পাদক মলয় ত্রিপুরা, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর নেওয়াজ আহমেদ, তবলছড়ি রা কালী মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শংকর দে, সাধারণ সম্পাদক নন্দন দে, সচেতন নাগরিক কমিটির সদস্য অুমলেন্দু হাওলাদার প্রমূখ  উলেখ, প্রতিবছর আষাঢ় মাসের শুকপরে দ্বিতীয়া তিথিতে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালন করা হয়। শ্রীকৃষ্ণের দ্বাপর যুগে লীলা সম্ভরণের পরবর্তীতে রথে থাকেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা যা খর্বাকৃতি। ভক্তবৃন্দ ভক্তি সহকারে রথরজ্জুর মাধ্যমে রথকে টেনে এগিয়ে নিয়ে যান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত