রাঙামাটিতে ঈদের রাতে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত গৃহবধূ রাজিয়া সুলতানা রিনু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত গৃহবধূ চ্যানেল টোয়েন্টি ফোরের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলমের ছোট বোন।
কোতয়ারী থানার এস আই রমিজ জানান ঈদের দিন শনিবার গভীর রাতে তবলছড়ি রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ঘর তালাবন্ধ করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন। সকালে আশপাশের লোকজন গোঙানির শব্দ পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ এসে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে। এতে প্রথমে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত রাজিয়া সুলতানা রিনুর স্বামী ইয়াছিন চৌধুরী দ্বিতীয় বিয়ে করায় তাদের মধ্যে কলহ লেগে আসছিল। বর্তমানে স্বামী ইয়াছিন চৌধুরী জেল হাজতে রয়েছেন। তিনি জেল থেকে নানাভাবে হত্যার হুমকী দিয়ে আসছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.