বান্দরবানে শ্রী কৃঞ্চের জম্মাষ্টমী পালন

Published: 16 Aug 2014   Saturday   

ভগবান শ্রী কৃঞ্চের জম্মাষ্টমী উপলক্ষে শনিবার বান্দরবানে শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।বান্দরবানের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে উৎসবের শ্রী কৃঞ্চের জম্মাষ্টমী উলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি,জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম,পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজি মোঃ মজিবর রহমান,শ্রীমৎ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ(মোহন্ত বাশখালী ওতুলসি ধাম চট্টগ্রাম) উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী অঞ্জন দাশ, সাধারন সম্পাদক এডভোকেট সুজন চক্রবর্তী । অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ।পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে শ্রী কৃঞ্চের জম্মাষ্টমী অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন। এর পর একটি বর্ণাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষিন করে রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়।শ্রী কৃঞ্চের জম্মাষ্টমী উপলক্ষে চার দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য রয়েেছে ধর্মীয় সভা,গীতা পাঠ,ষোড়শ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞ, আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত