বাড়ী আঙ্গীনায় ফলদ চারা রোপনে স্বাবলম্বী হওয়া সম্ভব

Published: 15 Jul 2015   Wednesday   

পার্বত্য চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো যথাযথ কাজ করায় আদিবাসীদের শিক্ষাসহ অর্থনৈতিক আমল পরির্বতন হয়েছে। আদিবাসীরা প্রমান করেছে বাড়ী আঙ্গীনায় ফলদ চারা রোপন করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব।

বুধবার জুরাছড়ি উপজেলায় মিশ্র ফলদ চারা বিতরণ কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা একথা বলেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভলাপমেন্ট (সিআইপিডি) উদ্যোগে পিইএআরএল প্রকল্পের আওতার কাংড়াছড়ি-রাস্তা মাথা গ্রামে এসব চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান উদয জয় চাকমা  প্রধান অতিথি উপস্থিত থেকে জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের প্রশিক্ষিত ২৭০ পরিবারের মাঝে ১২৬৫০টি চারা তুলে দেন। এ সময় সিআইপিডির এমএসইও সঞ্চয় দত্ত চাকমা, সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভলাপমেন্ট (সিআইপিডি)র চার ইউনিয়নের ১৫টি গ্রাম সুরক্ষা কমিটির সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এসময়  উপজেলা পরিষদ চেয়ারম্যান সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভলাপমেন্ট (সিআইপিডি) আরও বলেন, জুরাছড়ি উপজেলায় দরিদ্র জুমিয়াদের জন্য রাইস ব্যাংক  (গোলা ঘর) স্থাপনে খাদ্য সকটের বিশাল ভূমিকা রাখছে।

এ সময় সিআইপিডির এমএসইও সঞ্চয় দত্ত চাকমা বলেন, আমাদের সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় দীর্ঘ দিন ধরে আদিবাসীদের আত্ম-সামাজিক উন্নয়নে জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত