তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় বিজিবি রাঙামাটি চ্যাম্পিয়ন, কক্সবাজার রানার-আপ

Published: 14 Jul 2015   Tuesday   

রাঙামাটি বিজিবি সেক্টরে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন আন্তঃ সেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় বিজিবি রাঙামাটি সেক্টর চ্যাম্পিয়ন ও  কক্সবাজার সেক্টর রানার আপ হয়েছে। 

রাঙামাটি ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ শওকত ওসমান পিএসসি।  এসময় প২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বরকলের অধিনায়ক লেঃ কর্নেল আলাউদ্দিন আল মামুনসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজিবি চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের অধীন, রাঙামাটি ,বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও কক্সবাজার সেক্টরের ১৬ জন করে মোট ৮০ জন তায়কোয়ান্ডো প্রতিযোগিতায়  অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলায় ৫টি স্বর্ণ,৫টি রৌপ্য,৩ট তামা পদক পেয়ে রাঙামাটি বিজিবি সেক্টর চ্যাম্পিয়ন হয় এবং ৩টি স্বর্ণ,২টি রৌপ্য, ৬টি তামা পেয়ে রানার আপের গৌরব অর্জন করে কক্সবাজার সেক্টর।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ শওকত ওসমান বলেন, তায়কোয়ান্ডো খেলা বিজিবিতে নতুন সংযোজন হলেও বর্ডার গার্ড বাংলাদেশ এর সৈনিকগন কঠোর অনুশীলনের মাধ্যমে অন্যান্য খেলার ন্যায় তায়কোয়ান্ডো খেলাতেও জাতীয় পর্যায়ে বিভিন্ন সাফল্য অর্জন করতে সক্ষম।

তিনি আরও বলেন, কোরিয়ান খেলা তায়কোয়ান্ডো বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় খেলা। আমাদের দেশেও এ খেলার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উন্নতমানের প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়েও বাংলাদেশ নিজেদের অবস্থান করে নেবে। তিনি বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করাটা হচ্ছে বড় কথা। তিনি অংশগ্রহণকারী সকল খেলাড়ারদের নৈপুণ্য ক্রিড়া প্রদর্শন করায় ধন্যাবাদ জ্ঞাপন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত