দেশের সবচেয়ে সুউচ্চ সড়ক ও দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সড়ক বান্দরবানের থানছি-আলীকদম সড়কের মঙ্গলবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানছি-আলীকদম সড়কের সড়কের উদ্বোধন করবনে। ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকতারা।
উল্লেখ্য, মে মাসে সড়কটি আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়কটির বেশ কিছু অংশের মাটি ভেঙে পড়ায় তার উদ্ধোধন করা হয়নি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচু পাহাড় চূড়া ও পাদদেশ বেয়ে নির্মিত এ থানছি-আলীকদম সড়ক। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ এক যুগের পরিশ্রমে সড়কটি নির্মাণ করেন। প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে খরচ হয়েছে ১২০ কোটি টাকা।
এদিকে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৯ ইসিবির জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর মাহাবুবুল হক জানান, ২০০৬ সালে থানছি ও আলীকদম উপজেলা সীমান্তের ডিম পাহাড় দিয়ে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। প্রথমে সড়ক ও জনপথ বিভাগ সড়কটির নির্মাণেকাজ শুরু করে। পরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৬ ইসিবি ও ১৭ ইসিবি সম্পন্ন করে নির্মাণ কাজ। চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষণের কারণে সড়কটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তা সংস্কার করা হয়েছে।
অপরদিকে বান্দরবানের থানছি ও আলীকদম সড়ক নির্মানের ফলে এলাকাবাসীর দির্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এ সড়ক নির্মানের ফলে ব্যবসা বানিজ্য বৃদ্ধি এবং দুর্গম দুই উপজেলার প্রায় অর্ধ লক্ষ মানুষ দ্রুত যোগাযোগ সুবিধাসহ তাদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এছাড়াও এই সড়কটি পর্যটন শিল্প বিকাশেও গুরুত্বপুর্ণ অবদান রাখবে বলে সবাই আশাবাদী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.