কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপকারভোগীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

Published: 13 Jul 2015   Monday   

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইটিডিএফ-ইউএনডিপি’র যৌথ প্রকল্প কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের চাষাবাদের প্লট পরিদর্শণ ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন পরিষদ চেয়ারম্যান।

রাঙামাটি সদরস্থ কুতুবছড়ি পূর্ব পাড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা  ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সিএইটিডিএফ-ইউএনডিপি’র কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা, কুতুবছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা, গ্রামের কার্ব্বারী কান্দরশ্রী চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

 মতবিনিময় সভায় পরিষদ চেয়ারম্যান দাতা সংস্থাগুলো দারিদ্রতা দূরিকরণে অর্থ প্রদান করছে সে সমস্ত অর্থ যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিজেও একজন কৃষি পরিবারের ছেলে। তাই কৃষকদের কষ্ট তিনি বোঝেন। বিদেশী অর্থের পাশাপাশি নিজেরা উদ্যোগী হয়ে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি  অঅরও বলেন, সমতল ভূমিতে ধান চাষের পাশাপাশি উচুঁ পাহাড়গুলোতে ফলজ গাছ রোপন পরিচর্যা ও রক্ষনাবেক্ষন করতে হবে। এ জেলার ফল অন্যান্য জেলাতে ব্যাপক চাহিদা রয়েছে এবং রপ্তানিও হচ্ছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার নিজেদের ও ছেলে মেয়েদের শিখাতে হবে। তবেই কৃষি ফসল ও ফল ফলাদির উৎপাদনে আরও বৃদ্ধি পাবে। তিনি আগামীতে পরিষদ  থেকে স্প্রে মেশিন প্রদানের আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত