খাগড়াছড়িতে চাদাঁবাজীর অভিযোগে ডিএসবি-ডিবি পুলিশের ৩ কনষ্টেবল আটক

Published: 12 Jul 2015   Sunday   

খাগড়াছড়ি শহরের গঞ্জ পাড়া  এলাকায় রোববার চাঁদাবাজীর অভিযোগে ডিএসবি-ডিবি  পুলিশের ৩ কনষ্টেবলকে আটক করা হয়েছে।

জানা গেছে, রোববার দুপুরে গঞ্জ পাড়া এলাকায়গ্রেফতারের হুমকি দেখিয়ে  চাঁদাবাজী শুরু করে ডিএসবি ও ডিবি পুলিশের ৩ কনেষ্টবল। পরে এলাকাবাসী মাপ্রু মারমা সদর থানায় অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ সুপার মোঃ মজিদ আলী নির্দেশে ঘটনাস্থল থেকে গ্রেফতারের  হুমকি দেখিয়ে হানোতে চাঁদাবাজীর  ডিএসবি ও ডিবি পুলিশের ৩ কনষ্টেবলকে আটক করা হয়। আটককৃতরা হলেন খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি কনষ্টেবল মোঃ ফিরোজুল ইসলাম(৩৫), মোঃ হাফিজুর রহমান(৩২) ও ডিবি পুলিশের মোঃ মনিরুজ্জামান(৩১)।

মাপ্রু মারমা জানান, ডিএসবি পুলিশের কনষ্টেবল ফিরোজের নেতৃত্বে গত ৮জুলাই রাত ১১টায় গঞ্জ পাড়া তার বাসায় গিয়ে ২৫ হাজার টাকা চাঁদা চেয়ে নিয়ে যায়। এর পর হ্যান্ড কাপ পরানো হুমকি দেখিয়ে ১০জুলাই আরেকবার ২৭হাজার টাকা নিয়ে যায়। সর্বশেষ ১১ আবারও বাসায় তল্লাশি নামে ৬শত টাকা নিয়ে যায় । এক পর্যায়ে তিনি রোববার সদর থানা পুলিশের কাছে অভিযোগ জানালে অভিযোগটি আমলে নেয়। ।   

সদর থানার তদন্ত কর্মকর্তা এএসআই মোঃ জাকির জানান, আটককৃতদের তদন্ত করা হচ্ছে । পরীক্ষা-নিরীক্ষায় দোষী প্রমানিত হওয়ায় চাঁদাবাজী ও হুমকি প্রদান দন্ড বিধি আইনের মামলা মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।

খাগড়াছড়ি সদর থানার কর্মকর্তা(ওসি) মোঃ সামসুউদ্দিন ভূইঁয়া ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ডিএসবি-ডিবি পুলিশের আটক ৩ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সিভিল কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত