লামায় পানির স্রোতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

Published: 12 Jul 2015   Sunday   

বান্দরবানে লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে বগাইছড়ি খাল পাড়াপাড়ের সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে  আমির হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের মৃত ছৈয়দ নুরের ছেলে।

জানা যায়,বৃহস্পতিবার হঠাৎ প্রবল বৃষ্টিতে ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি খাল পাড়াপাড়ের সময় স্রোতের পানিতে  ভেসে  যায়। শুক্রবার সকাল ১০ ঘটিকায় পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বহলতলী মৎস্য ঘেরে জেলেরা মাছ ধরার সময় জালে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। মৃত আমির হোসেনকে চিনতে পেরে তার পরিবারের নিকট খবর দিলে পরিবারের লোকজন সনাক্ত করে।

৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত আমির হোসেনের লাশ উদ্ধারের পর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত