বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শনিবার খাগড়াছড়িতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
”নারী ও শিশু সবার আগে বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে শ্লোগানে” পরিবার পরিকল্পনা বিভাগ ও পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমী মিলায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরিবার পরিকল্পনা বিভাগ ও সদস্য পার্বত্য জেলা পরিষদ আহবায়ক মোঃ আবদুল জব্বার সভাপত্বিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ উপপরিচলক বিপ্লব বড়ু–য়া, পরিবার পরিকল্পনা বিভাগ ডাঃ আশোতোষ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, সিভিল সার্জনের ডাঃ নিশিত নন্দী মজুমদার, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা ।
এর আগে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে পর্ষন্ত একটি বর্নাঢ্য র্যালী বের করা হয় ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.