সাংবাদিক মোখলেস উর রহমান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ রাঙামাটি পার্বত্য পরিষদ চেয়ারম্যানের

Published: 09 Jul 2015   Thursday   

দৈনিক রাঙামাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক পার্বত্য কন্ঠ’-এর সম্পাদক মোখলেস উর রহমান ভূঁইয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাঙামাটি পার্বত্য পরিষদ চেয়ারম্যান। 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা জানান, দৈনিক রাঙামাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক পার্বত্য কন্ঠ’-এর সম্পাদক মোখলেস উর রহমান ভূঁইয়ার মৃত্যুতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার গভীর শোক প্রকাশ জানিয়েছেন। পাশাপাশি তিনি(পরিষদ চেয়ারম্যান) তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

উল্লেখ্য, বুধবার মধ্যরাত ১২টা ৪৫ মিনিটে হৃদক্রীয়া বন্ধ হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে দৈনিক রাঙামাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক পার্বত্য কন্ঠ’-এর সম্পাদক মোখলেস উর রহমান ভূঁইয়া ইন্তেকাল করেন। 

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত