কাপ্তাইয়ে ট্রাক চাপায়এক ব্র্যাক কর্মকর্তা নিহত

Published: 08 Jul 2015   Wednesday   

বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের ত্রিপুরাছড়ি এলাকায় ট্রাক চাপায় রতন চাকমা (৩৮) নামের এক ব্র্যাক কর্মকর্তার নিহত হয়েছে। 

জানা গেছে, বুধবার সকালের দিকে ব্র্যাক কর্মকর্তা নিহত রতন চাকমা মোটর সাইকেল যোগে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার বাসা থেকে ঘাগড়া-বড়ইছড়ি সড়ক দিয়ে কাপ্তাই অফিসের উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় অতিরিক্ত মাল বোঝাই (নং কুমিল্লা-ট-১১-০০৮৭) একটি ট্রাকটি মোটরসাইকে চাপা দিলে ঘটনাস্থলে রতন চাকমা মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। নিহত রতন চাকমার ছোট ভাই অনিল বিকাশ চাকমা বাদী হয়ে হত্যার অভিযোগ এনে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রতন চাকমা কাপ্তাই উপজেলা বারঘোনিয়া মিতিঙ্গাছড়ি এলাকাস্থ ব্র্যাকের শিক্ষা কার্যক্রম অফিসে কর্মরত ছিলেন। তিনি শহরের তবলছড়িতে বসবাস করেন। তার গ্রামের বাড়ী বরকল উপজেলার তালছড়া এলাকার মৃত জুনু রাম চাকমার ছেলে।

কাপ্তাই বারঘোনিয়া মিতিঙ্গাছড়ি এলাকায় অবস্থিত ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজার হ্লাবোয়াং প্রু মারমা ঘটনার সত্যতা স্বীকার করে ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত