খাগড়াছড়িতে পালাতে গিয়ে এক মাতালের মৃত্য

Published: 07 Jul 2015   Tuesday   

খাগড়াছড়ির  শহরের ৭নং পৌর ওর্য়াডের শালবন গেইটস্থ টেক পাড়া এলাকায় মঙ্গলবার ভোরের  দিকে পুলিশের টহল দলের ভয়ে পালাতে গিয়ে অতুল দে(৩২) নামের এক মাতালের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 

জানা যায়, পুলিশের টহল দলের ভয়ে ৩ থেকে ৪জন মদ্যপায়ী মঙ্গলবার ভোর রাত ৩টায় পরিত্যক্ত ভ্যান গাড়ী-রিক্সা সমবায় সমিতি’র ভবনে জানালা  থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে ড্রেনে পড়ে গেলে গুরুতর আহত হয় অতুল দে। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন। সে রামগড় গর্জনতলী’র বাসিন্দা সুকুমার দে’র ছেলে।

নিহতের স্ত্রী পুষ্প রানী ত্রিপুরা ও মামা চিত্ত রন্জন ত্রিপুরা জানান, শালবনে আনোয়ার কমিশনারের বাসায়  বিদ্যুৎ মেরামতের কাজ করতে ঘর থেকে বের হয় সোমবার রাত ৭টা ফিরে আসার পর রাত ১১টায় বের হওয়ার পরসে ফিরে আসেনি।

খাগড়াছড়ি সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসুউদ্দিন ভূইঁয়া নিহতের ঘটনা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত