রাঙামাটির বেতারের বার্তা বিভাগকে জেলা প্রশাসকের কম্পিউটার সেট প্রদান

Published: 06 Jul 2015   Monday   

সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক কেন্দ্রের বার্তা বিভাগের আরও কর্মদক্ষতা বাড়াতে কম্পিউটার সেট প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ বেতার রাঙামাটি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।  এ সময় বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক পরিচালক মোঃ সালাহ্ উদ্দিন, বাংলাদেশ বেতার জেলা প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পন সিনিয়র স্টাফ রিপোর্টার নন্দন দেবনাথ, মুজাদ্দেদী আলফেসানী একাডেমীর প্রধান শিক্ষক নরুল আমিন পাটোয়ারী, ওলামালীগের জেলা শাখার সভাপতি ক্বারী মোঃ ওসমান গনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক  রাঙামাটি বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেনের কাছে কম্পিউটার সেট তুলে দেন।

বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ রাঙামাটির আঞ্চলিক কেন্দ্র থেকে বিভিন্ন সম্প্রদায়ের ভাষায় সংবাদ প্রচারিত হচ্ছে। এসব সংবাদে পার্বত্যাঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও উন্নয়নের সংবাদ দিয়ে সাজানো হয়ে থেকে।

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন রাঙামাটি জেলায় কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য উন্নয়ন সমুন্নত রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলোকে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়ে বলেন, সরকার পার্বত্য অঞ্চলে যে উন্নয়ন কর্মকান্ড করছে তা পার্বত্য জনগনের কাছে তুলে ধরতে হবে। তিনি এই বেতারের কার্যক্রমকে বাড়াতে তার সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের পাশাপাশি সংবাদ মাধ্যম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সংবাদের মাধ্যমে পার্বত্যাঞ্চলের মানুষ তার উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন সংবাদ বেতার সংবাদের মাধ্যমে পেয়ে থাকে। তাই এ বিভাগের কার্যক্রমকে আরও উন্নতির দিকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের এ সহযোগিতা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত