সোমবার খাগড়াছড়ি শহরে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৫কেজি গাঁজাসহ সাধারন দু`ব্যক্তিকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেনের নেতৃত্বে সোমবার শহরের চঙ্গী স্কোয়ার ও জিরোমাইল ময়লাটিলা এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। এ সময় আমের বোঝায় মালবাহী টমটম গাড়ী নিয়ে বাজারে আসার পথে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সন্দেহ দেখা দিলে তল্লাশী করে। এতে আধা কেজি গাজা উদ্ধারসহ অলক মারমা আলুফা(৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। তবে সে নিজেকে নিদোর্ষ বলে দাবী করেছে। অলক মারমা আলুফা খাগড়াছড়ি জেলার চম্পাঘাট এলাকার বাসিন্দা। তার পিতার নাম চাইথোঅং মারমা।
অন্যদিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জিরো মাইল ময়লাটিলা এলাকায় ফেনী থেকে আসা হিলকিং যাত্রীবাহি বাসে বিশেষ তল্লাশি চালিয়ে মোঃ আব্দুল ইউসুফ(৩৭) নামে এক ব্যক্তি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। সে মোঃ ফজলুর কারিমের ছেলে বরিশাল ঝালকাঠির বাসিন্দা।সে খাগড়াছড়ি শহরের কলেজ গেইট এলাকা ভাড়া বাসা নিয়ে থাকেন। ধারনা করা হচ্ছে উদ্ধার করা গাঁজা ভারত থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম হয়ে বিক্রির জন্য খাগড়াছড়িতে আনা হচ্ছিল। সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের পর আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসুউদ্দিন ভূইঁয়া আটকে ঘটনা স্বীকার করে জানান, সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পৃথক অভিযানে গাজাসহ দু`জনকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.