শনিবার রাঙামাটি শহরের বনরুপা এলাকায় জুয়া ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় দশ জনকে হাতেনাতে আটক এবং মাদক রাখার দায়ে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে,শহরের বনরুপা এলাকায় জুয়া ও মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. গোলাম মোর্শেদ খান। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং পুলিশ বিভাগের সদস্যরা অভিযানে তাকে সহযোগিতা প্রদান করেন। অভিযানে জুয়া খেলারত অবস্থায় দশ জনকে হাতেনাতে আটক করে সবাইকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মাদক রাখার দায়ে আপর একজনকে অর্থদন্ড প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.