বান্দরবান-মায়ানমার সীমান্তে সাঁড়াশি অভিযান

Published: 05 Jul 2015   Sunday   

বান্দরবান,বিচ্ছিন্নতাবাদি দমনে বান্দরবান,মায়ানমার ও ভারত সীমান্তে রোববার থেকে সেনাবাহিনী ও বিজিবির সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার রুমা,থানছি ও আলীকদম সীমান্তের ১৩৫ কিলোমিটার এলাকা জুড়ে এ অভিযান আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে।

একাধিক সুত্র জানায়,বেশ কিছুদিন ধরে মায়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদি তৎপরতার আশংকা জনক হারে বেড়ে গেছে। তবে এলাকা খুবই দুর্গম ও পাহাড় বেষ্টিত হওয়ায় সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে। যার কারনে অপরাধিদের স্বর্গ রাজ্য হিসেবে পরিণত হয়েছে এ দুর্গম অঞ্চল। বলিপাড়া বিজিবি ব্যটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলাম জানান, অভিযানে সেনাবাহিনী,বিজিবির ২১ প্লাটুন সদস্য অংশ নিয়েছে। সীমান্তে চোরাচালান,মাদক ও অস্ত্র ব্যবসা বন্দের লক্ষেই এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বান্দরবান সেনা রিজিয়ন,রুমা,বলিপাড়া ও আলীকদমের ২১ প্লাটুন সদস্য অংশ নিয়েছে।

অভিযানের কথা স্বীকার করে অপারেশন টাক্সফোর্স অফিসার বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এসএম ওয়ালিউর রহমান বলেন সীমান্ত এলাকায় হলেও এটি নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযান। সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমনের জন্যই এ অভিযানের মুল লক্ষ্য।

উল্লেখ্য,বান্দরবান,ভারত ও মায়ানমার সীমান্তের ১৩১ কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে। সেটিকে সু-রক্ষায় বিজিবি নতুন করে আরও ৩৫ টি বিওপি বসানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত