বান্দরবানের রেইচা থেকে কাইচতলি পর্যন্ত সড়কের সৌন্দর্য্য বর্ধন কর্মসুচীর উদ্ধোধন

Published: 04 Jul 2015   Saturday   

শুক্রবার বান্দরবানের রেইচা থেকে কাইচতলি পর্যন্ত সড়কের সৌন্দর্য্য বর্ধন কর্মসুচীর উদ্ধোধন করা হয়েছে।

কর্মসূচির উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান ৬৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি,বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এসএম ওয়ালিউর রহমান,জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান, বান্দরবান বনবিভাগীয় কর্মকর্তা আমিনুল ইসলাম,পাল্পউড বনবিভাগের ডিএফও মোল্লা রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মেঘলাস্থ হলিডে ইন-এ বনবিভাগের দেয়া ইফতার মাহফিলে যোগদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী দেশের প্রতিটি জনগনকে সঠিক সময়ে বৃক্ষ রোপন করার আহবান জানিয়েছে বলেন, বৃক্ষ সকল জীবের জীবন রক্ষাকারী সম্পদ। এই সম্পদকে বৃদ্ধি করতে দেশের প্রতিটি জনগনকে অন্ততঃ ৩ টি করে গাছ রোপন করা প্রয়োজন। তিনি আরও বলেন, বান্দরবান একটি পর্যটন নগরী হিসাবে ইতোমধ্যে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। বান্দরবান কেরানী হাঁট সড়কের সৌন্দর্য বৃদ্ধি হলে দেশ বিদেশের আগত পর্যটকদের আকর্ষন বাড়বে। ফলে বান্দরবান অর্থনৈতিকভাবে লাভবান হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত