দীঘিনালায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

Published: 03 Jul 2015   Friday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হেডম্যান পাড়ায় সহকর্মীর গুলিতে আমীর হোসেন(৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। ঘাতক আনসার সদস্য রফিকুল ইসলাম (৩৫) ঘটনার পর পলাতক রয়েছে। বৃহষ্পতিবার দুপুরে হেডম্যান পাড়ার চৌধুরী টিলা আনসার পেষ্টে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, উপজেলার হেডম্যান পাড়ার চৌধুরী টিলা আনসার পোষ্টে বৃহষ্পতিবার বেলা সাড়ে তিন টার দিকে পোষ্টের ডিউটি বন্টন নিয়ে কথাবার্তা বলার সময় ঘুমের অসুবিধা হচ্ছে বলে ক্ষিপ্ত হয়ে বিছানা থেকে উঠে যায় ঘাতক আনসার সদস্য রফিকুল। এসময় পোষ্ট কমান্ডার আমীর হোসেন রফিকুলকে নিবৃত্ত করতে গেলে কোন কিছু বুঝে উঠার আগে তার কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলে আমীর হোসেনের মৃত্যু হয়। এসময় পোষ্টে থাকা অন্য আনসার সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার পর পর ঘাতক রফিকুল অস্ত্র ও গুলিসহ পালিয়ে যায়। নিহত হিল আনসার আমীর হোসেনের বাড়ী পানছড়ির মুসলিম পাড়ায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মহসীন রেজা, জেলা আনসারসহ উর্দ্ধতন কর্মকর্তারা। পলাতক আনসার সদস্যকে গ্রেফতারের জন্য খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর ঘাতক আনসার সদস্য রফিকুলকে গ্রেফতারের জন্য সেনা বাহিনী ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশী অব্যাহত রেখেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত