রিজার্ভ বাজারে বিদ্যুৎ স্পর্শে এক ব্যবসায়ীর মৃত্যু

Published: 03 Jul 2015   Friday   

শুক্রবার রাঙামাটির রিজার্ভ বাজার শুটকী পট্টী এলাকায় বিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুৎ স্পর্শে ফয়েজ আহম্মেদ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে সাড়ে ৬ টার দিকে ব্যবসায়ী ফয়েজ আহম্মেদ রিজার্ভ বাজারের শুটকী পট্টী সড়কে দাঁড়িয়ে ট্রাকে কাজ করছিলেন। এসময় বিকট শব্দে ১১ হাজার কেভির ১টি তার  ছিড়ে ফয়েজ আহম্মেদ গায়ের পড়ে যায়।  এতে তিনি সারা শরীর বিদ্যুতায়িত হয়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করা হলে বিদ্যুৎ অফিস লাইন অফ করে দিলে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কতর্ব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত