শুক্রবার রাঙামাটির রিজার্ভ বাজার শুটকী পট্টী এলাকায় বিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুৎ স্পর্শে ফয়েজ আহম্মেদ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে সাড়ে ৬ টার দিকে ব্যবসায়ী ফয়েজ আহম্মেদ রিজার্ভ বাজারের শুটকী পট্টী সড়কে দাঁড়িয়ে ট্রাকে কাজ করছিলেন। এসময় বিকট শব্দে ১১ হাজার কেভির ১টি তার ছিড়ে ফয়েজ আহম্মেদ গায়ের পড়ে যায়। এতে তিনি সারা শরীর বিদ্যুতায়িত হয়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করা হলে বিদ্যুৎ অফিস লাইন অফ করে দিলে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.