গিরিদর্পণের লামা প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকনকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ

Published: 02 Jul 2015   Thursday   

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক গিরিদর্পনের লামা প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন হত্যার উদ্দেশ্য গাজী গ্রুপের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত জুন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লামা উপজেলায় বিক্ষোভ-সমাবেশ করে। “লামায় গাজী গ্রুপের বিরুদ্ধে জেএসএস’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ” শিরোনামে গত ১ জুন দৈনিক গিরিদর্পণ প্রতিকায় প্রকাশিত হয়। এতে সংবাদ প্রকাশের জের ধরে গাজী গ্রুপের রাবার প্লান্টেশনের কর্মকর্তা কর্মচারিরা ক্ষিপ্ত হইয়া ১জুন বিকালে স্থানীয় কর্মচারী মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে ৪/৫ জনকে নিয়ে প্রকাশ্যে লামা বাজারের মাছ বাজারের সালাউদ্দিনের মোবাইল রিচার্জের দোকানে অবস্থান করার  সময় লামা প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকনের উপর অর্তকিত হামলা চালায়। তবে দোকানের উপস্থিত লোকজনের সহায়তায় হামলাকারীদের হামলা হাত থেকে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।  এ সময় গাজী গ্রুপের অন্যান্য উপস্থিত লোকজন পুনরায় হামলা করার চেষ্টা ব্যর্থ হলে অকর্ত্য ভাষায়  তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকী দেন।  

এ ঘটনায় এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন বাদী হয়ে লামা থানায় ফরিদ উদ্দিনকে প্রধান আসামী করে ৪/৫ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছেন।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  তদন্তের জন্য  লামা থানার সেকেন্ড অফিসার রবিউল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০জুন লামা প্রেস ক্লাব চত্বরে জনসংহতি সমিতির বিক্ষোভ-সমাবেশ করে। সমাবেশে বক্তাদের চাকরি বৈষম্য, ভূমি অধিকার, অবৈধ দখলদারদের উচ্ছেদ, পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠন ও গাজী গ্রুপের লামা উপজেলায় রূপসী পাড়ায় ইউনিয়নে পাহাড়ীদের শত শত একর জুম চাষের জায়গা জবর দখল করার বক্তব্যে  ১জুন  দৈনিক গিরিদর্পনে প্রকাশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত