বুধবার খাগড়াছড়িতে বিদ্যুৎ সংকট ও সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
শহরের মুক্তমঞ্চে সমাবেশ ছাত্রফ্রন্ট জেলা সভাপতি নাজির হেসেন সঞ্চালনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকাবাসী পক্ষে লিটন, সাংবাদিক অপু দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু তাহের, বিশিষ্ট রাজনীতিবিদ জাহেদ আহমেদ টুটুল, অরন্য অরন্য সাইফুদ্দীন মিঠু, সাবেক জেলা সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মংসাথোয়াই চৌধুরী প্রমুখ ।
সমাবেশে শেষে শহরের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলসহকারে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় গেটের সামনে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি পেশ করা হয় । এসময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন ।
সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলার বসবাসরত ৫ লক্ষ ১৮ হাজার ৪ শত ৬৩ জন মানুষ যে ভয়াবহ বিদ্যু সংকটে আছে। যেখানে খাগড়াছড়িতে বিদ্যুৎ দরকার ১২ মেগাওয়াট, বর্তমানে পাচ্ছেন মাত্র ৭ মেগাওয়াটের চেয়েও কম । জনগনের দীর্ঘ দিনের প্রানের দাবী একটি গ্রীড ষ্টেশন করার । যার মধ্যে দিয়ে চলমান বিদ্যুৎ সংকট কিছুটা হলেও দূর হবে ।
ভোক্তভোগীরা অভিযোগ করেছেন খাগড়াছড়িতে ২৪ ঘন্টার মধ্যে ৩ থেকে ৪ ঘন্টারও বেশী বিদ্যুৎ স্থায়ী থাকে না। তার উপরা লো-ভোল্টেজ এবং অযোক্তিক বিদ্যুৎ বিল, বিদ্যুতের বাড়তি মূল্য, বিদ্যুৎ সংযোগ পেতে নানা হয়রানী পেতে গ্রাহকদেরভোগান্তির শিকার হতে হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.