খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মঙ্গলবার কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দীঘিনালা থানার ওসি মোঃ শাহাদাত হোসেন টিটো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন আহম্মেদ, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নবকোমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ হোসেন পাভেল, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেমসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ ও সাংবাদ কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার বলেন, এলাকার কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীলতার মাধ্যমে জঙ্গি দমনের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া এ সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পুলিশ-জনগণ ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.