রাঙামাটির কাউখালীতে যুবক খুন

Published: 29 Jun 2015   Monday   

রাঙামাটির কাউখালী হারাঙ্গীপাড়ার পাইসাখই মারমা (৩০) অবশেষে ৪ দিন পর সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

জানা  গেছে, শুক্রবার পাইসাখই মারমা নিজের বাগান থেকে বাঁশ কোড়ল (কঁচি ডগা) চুরিতে বাধা দেয়ায় পার্শ্ববর্তী পেরাছড়া এলাকার রাজমুনি চাকমার ছেলে ফুলবিজু চাকমার সাথে কাটাকাটি হয়। এক পর্যায়ে পাইসাখইয়ের মাথায় ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় ফুলবিজু। পরে স্থানীয়রা পাইসাখইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ওদিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) যশ চাকমা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের অভিযোগ দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত